ফের পুরানো পথে সানি লিওন!!

সানি লিওন (Sunny Leone)। এই নামটা শুনলেই মনের মধ্যে একরাশ প্রশ্ন দানা বাধে। আর এই সব প্রশ্নের কারণ সানির আগের জীবন। সফল নীল ছবির নায়িকা থেকে বলিউডের জনপ্রিয় নায়িকা হয়ে ওঠার জার্নিটা নেহাত সহজ ছিল না সানির জন্য। প্রথম প্রথম বলিউডে অনেকেই সানির সঙ্গে অভিনয় করতে চাননি। কিন্তু সানি 'জিসম ২' তে অভিনয় করেই বুঝিয়ে দেন যে তিনি বলিউডে থাকতে এসেছেন। 'ওয়ান নাইট স্টান্ড', 'রাগিনি এম এম এস ২', 'কুছ কুছ লোচা হ্যায়'-এর মতো অনেক ছবিতেই কাজ করেছেন সানি(Sunny Leone)। এছাড়াও সানির আইটেম নম্বরের ক্রেজ দর্শকের মধ্যে সব সময় বেশি। ছবির কাজের সঙ্গে সঙ্গে সানি ব্যস্ত মডেলিং নিয়েও। তার ওপর তিন সন্তানের দায়িত্ব তাঁর ওপর। দত্তক কন্যা ও নিজের দুই ছেলেকে নিয়ে সুখেই কাটছে সানির সংসার। তবে এখনও কোথাও কোনও ইনস্টারভিউ বা অনুষ্ঠানে গেলেই সানির পুরনো পেশার কথা নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন।

মন্তব্যসমূহ