পাকিস্তানকে সতর্ক করলো বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারকে তলব করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব কামরুল আহসান। গতকাল বেলা তিনটার দিকে হাইকমিশনার মন্ত্রণালয়ে হাজির হন। তবে তলবি বৈঠকের পর এ নিয়ে জানতে চাইলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি রফিউজ্জামান সিদ্দিকী। কামরুল আহসান সাংবাদিকদের বলেন, ‘আমরা হাইকমিশনারকে বলেছি, তাঁর হাইকমিশন যে ভিডিও লিংকটি শেয়ার করেছে, সেটা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। ইতিহাস তো পরিবর্তনশীল নয়। যেটা বাস্তবতা, সেটা সবাইকে মেনে নিতে হবে। অপপ্রচার করে ইতিহাসকে ভিন্ন খাতে পরিচালিত করা যাবে না। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে।’ পাকিস্তানের হাইকমিশনার ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবকে জানান যে হাইকমিশন যে ভিডিও লিংকটি প্রচার করেছিল, সেটি প্রত্যাহার করে নিয়েছে। তাঁরা সে জন্য দুঃখ প্রকাশ করেছেন। এটি যে ইচ্ছাকৃত ছিল না, সেটিও উল্লেখ করেছেন।

মন্তব্যসমূহ