ভয়ে কাপছে চীন ও পাকিস্তান!! পারমানবিক শক্তিসম্পন্ন মিশাইলের সফল পরীক্ষা চালালো ভারত
আজ, বৃহস্পতিবার আবার অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে ভারত। এর আগেও বার সাতেক এই মিসাইল পরীক্ষা করা হয়েছিল। কিন্তু আজ পারমাণবিক শক্তিসম্পন্ন অগ্নি-৫ মিসাইলের পরীক্ষা হতে চলেছে। ভারতের জন্য সুখবর হলেও পাকিস্তান এবং চীন কিন্তু রীতিমতো ভয় পাচ্ছে। কারণ অগ্নির ধ্বংস্কারী ক্ষমতার কথা কারও অজানা নোয়। পাকিস্তান তো বটেই, চীনেরও ভয় পাওয়ার কারণ, তাঁদের গোটা দেশটাই এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ-এর মধ্যে রয়েছে।
ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট (DRDO) এবং ভারত ডাইনামিক্স লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি অগ্নি মিসাইল ৫০০০ থেকে ৮০০০ কিমি দূর পর্যন্ত যেতে পারে। সঠিক দূরত্ব অবশ্য জানায়নি ভারত, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল চীন।
অগ্নির ওজন ৫০,০০০ কেজি। ১৭.৫ মিটার লম্বা এবং ৬.৭ মিটার চওড়া মিসাইলটির সঙ্গে ১৫০০ কেজির পারমাণবিক অস্ত্র জুড়ে দেওয়া যেতে পারে। থ্রি স্টেজ রকেট বুস্টারের শক্তিতে এই মিসাইল শব্দের গতিবেগের ২৪ গুণ গতিবেগে ছুটতে পারে। এক সেকেন্ডে ৮.১৬ কিমি পথ পাড়ি দিতে পারে অগ্নি এবং শত্রুকে আঘাত করার সময় গতিবেগ থাকে ২৯৪০১ কিমি প্রতি ঘণ্টা।
এমনিতে লক্ষ্যচূত হওয়ার সম্ভাবনা নেই, তবু কোনও গোলযোগ হলেও লক্ষ্যবস্তু থেকে বড়জোর ১০ থেকে ৮০ মিটার দূরতে আঘাত করবে অগ্নি। ধ্বংসলীলায় অবশ্য কোনও হেরফের হবে না। বিশেষজ্ঞদের মতে, এই অগ্নি মিসাইল দিয়ে এশিয়া এবং ইউরোপের সব জায়গায় আঘাত করা যাবে, আফ্রিকার কিছুটা অংশ আয়ত্তে থাকবে। সোজা কথায়, পৃথিবীর অর্ধেক অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের আয়ত্তের মধ্যে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন