পোস্টগুলি

নভেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিয়ে করলেন সেই নোবেলজয়ী মালালা

নারী শিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। তার স্বামীর নাম আসার মালিক, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা। টুইট করে মালালা নিজেই জানিয়েছেন বিয়ের খবর। এর পর থেকেই তাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। মালালা জানান, ইংল্যান্ডের বার্মিংহামে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বরের সঙ্গে কয়েকটি ছবি টুইটারে পোস্ট করে মালালা লেখেন, আজ আমার জীবনের জন্য একটি মূল্যবান দিন। আসার এবং আমি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। বার্মিংহামে আমাদের পরিবারের সঙ্গে একটি ছোট্ট পরিসরে বিয়ের উৎসবের আয়োজন করা হয়েছিল। দয়া করে আমাদের জন্য দোয়া করবেন। আমরা সামনের যাত্রার জন্য একসঙ্গে হাঁটতে পেরে খুবই খুশি। এ টুইটের পর থেকেই তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মীরা। শুভেচ্ছা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লেখেন— অভিনন্দন, মালালা ও আসার! সোফি এবং আমি আশা করি আপনি আপনার বিশেষ দিনটি উপভোগ করেছেন। মালালার বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্...